প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২
শাবি প্রতিনিধি :: চিটাগুড় থেকে ইথানল বৃদ্ধির পদ্ধতি নিয়ে গবেষণা করে ইথানল বৃদ্ধির প্রক্রিয়া বের করলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রিফাত আব্দুল্লাহ। এ প্রক্রিয়ার মাধ্যমে ইথানলের উৎপাদন বাড়বে ৩০ থেকে ৩৫ শতাংশ। রিফাত বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন রিফাতের মেন্টর ও সিইপি বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ। এই গবেষণাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বলেও জানান তিনি।
গবেষণাটি সম্পর্কে রিফাত বলেন, ‘এই গবেষণায় ৪০% থেকে ৫০% অ্যালকোহল জাতীয় দ্রব্য সামগ্রীর উৎপাদন বাড়ানো সম্ভব। এই প্রক্রিয়ার মাধ্যমে সারা বছরই নির্দিষ্ট হারে ইথানল উৎপাদন করা যাবে।
রিফাত বলেন, গবেষণায় বের হওয়া পদ্ধতিটি প্রয়োগ করলে এর উৎপাদন ৬ শতাংশ থেকে ৯ শতাংশে উঠে আসবে। আগে এর উৎপাদন হতো ৩ থেকে ৬ শতাংশ। আমি কেরু অ্যান্ড কোং লিমিটেডের অ্যালকোহল প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করেছি। এটি বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজের অধীনে একটি প্রজেক্ট।
এ বিষয়ে মেন্টর অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, ‘চিটাগুড় থেকে ইথানল উৎপাদন বৃদ্ধিকরণ’ বিষয়ক রিসার্চ পেপারের জন্য এ স্থান লাভ করেন রিফাত। এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব সাধারণত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হয়। তবে করোনা মহামারির কারণে এবারের প্রতিযোগিতা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
তিনি জানান, গত বছর ১২ ডিসেম্বর প্রথম ধাপে রিসার্চ পেপার জমা দিয়েছিলেন রিফাত। এরপর ১২ জানুয়ারি দ্বিতীয় ধাপে রিসার্চ পেপার সিলেকশন এবং সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের ডেমো প্রেজেন্টেশন শেষে বৃহস্পতিবার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
ফাইনাল পর্বের নিয়ে রিফাত বলেন, এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব সাধারণত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। তবে, করোনা মহামারির কারণে এবছরের প্রতিযোগিতা ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
আবু ইউসুফ জানান, আন্তর্জাতিক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের গবেষণার শীর্ষ প্রতিযোগিতার প্লাটফর্ম ‘সামার ইন্টার্ন কম্পিটিশন অব রিসার্চ অ্যাবস্ট্রাক্ট সাবমিশন’ এ এই গবেষণা পত্রটি উপস্থাপন করে তৃতীয় স্থান অর্জন করেন রিফাত আব্দুল্লাহ। প্রতিযোগিতাটি প্রতিবছর আমেরিকার ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স’ (এআইসিএইচই) আয়োজন করে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech