ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রচেষ্টায় দক্ষিণ সুরমার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২২

ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রচেষ্টায় দক্ষিণ সুরমার আগুন নিয়ন্ত্রণে

ডায়ালসিলেট::সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে এলপিজি সিলিন্ডারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তে দোকানটি এবং পাশের একটি বাসায় দাউ দাউ করে জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি টিম ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে ওই দোকান এবং এর পিছনের বাসার সব সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, আগুন লাগার সঙ্গে সঙ্গে এর লেলিহান শিখা আকাশছোঁয়ার চেষ্টা করে এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর কিছুক্ষণের মধ্যেই সিলেট ফায়ার সার্ভিসের দক্ষিণ সুরমা স্টেশন এবং তালতলা স্টেশনের টিম এসে আগুন নেভানো শুরু করে। ফায়ার সার্ভিসের রিজার্ভ পানি ছাড়াও ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুরমা নদী থেকে পাইপ দিয়ে পানি নিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা চালান কর্মীরা। ৪৫ মিনিটের চেষ্টায় সেই ভয়াবহ নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। পুলিশ ও স্থানীয় জনতা এসময় ব্যাপক সহযোগিতা করেন ফায়ার সার্ভিসকে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত জানতে একটু সময় লাগবে।’
ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ