মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত

মনজু  চৌধুরী॥ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দূর্নিতীর প্রতিবাদে মৌলভীবাজারে পথসভা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
বুধবার দুপুর ১২ টায় প্রেসক্লাব সন্মুখে পথসভায় মিলিত হয় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে ও ফখরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, বকশি মিছবাউর রহমান, যুবনেতা জাকির হোসেন উজ্জল, স্বেচ্ছাসেবক নেতা জি এম মুক্তাদির রাজু, ছাত্রনেতা আকিদুর রহমান সোহান। সভা চলাকালীন পুলিশ বাঁধা দিলেও পরে সরে যায়। পথসভা শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব সন্মুখ থেকে শুরু হয়ে শ্রীমঙ্গল পয়েন্টে গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, দৃব্যমূল্যের উর্ধ্বগতির জন্যে উচ্চ মধ্যবিত্তরাও মুখ লুকিয়ে লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পণ্য ক্রুয় করছেন। তারা বলেন এসরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ