মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভাও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২

মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভাও পুরস্কার বিতরণ

মনজু চৌধুরী : আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীন, সদরউপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত নারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিশু-কিশোর ও নারীদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ