প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২২
শাবি প্রতিনিধি :: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে বিশ্ব সমাজকর্ম দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিংয়ের সকাল ১০টা হতে রেজিস্ট্রেশন, পরবর্তীতে আনন্দ র্যালি, ১১টায় মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা এবং বেলা ১২টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন, অধ্যাপক ড. মো. ফয়সাল আহমদ, সহযোগী অধ্যাপক আবুল কাশেমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এতে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন বলেন, প্রতিবছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার নির্দিষ্ট একটি প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ মার্চ) ‘কো-বিল্ডিং এ নিউ ইকো সোশ্যাল ওয়ার্ল্ডঃ লিভিং নো ওয়ান বিহাইন্ড’ প্রতিবাদ্যকে সামনে রেখে এ দিবসটি উদযাপিত হল।
তিনি আরো বলেন, সমাজকর্মের নিজস্ব কিছু সুবিন্যস্ত কর্মপ্রক্রিয়া, বিশ্বাস, নীতি ও মূল্যবোধ রয়েছে। ক্লাসরুমের শিক্ষাকে ব্যবহারিকভাবে কাজে লাগানোর সুযোগও পাওয়া যায় সমাজকর্মে। ব্যক্তি, দল, সমষ্টি যেখানেই সমস্যার সূত্রপাত, সেখানেই সমস্যা সমাধানের প্রতিনিধি হিসেবে সমাজকর্মী সক্রিয় ভূমিকা পালনের চেষ্টা করে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech