দাড়িয়ে আছে কয়েক শতবর্ষী একটি বটবৃক্ষ: বটবৃক্ষটির প্রাকৃতিক ভাবে জন্মেছে

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

দাড়িয়ে আছে কয়েক শতবর্ষী একটি বটবৃক্ষ: বটবৃক্ষটির প্রাকৃতিক ভাবে জন্মেছে

মনজু চৌধুরী॥ কয়েকশত বছরের পুরনো একটি বটবৃক্ষ এখনো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসেবে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আদকানী এলাকার সামাজিক কবরস্থানে মধ্যে কালের সাক্ষী হিসাবে দাড়িয়ে আছে কয়েক শতবর্ষী একটি বটবৃক্ষ। স্থানীয় কয়েকজন প্রবীণ মুরব্বিদের কাছ থেকে বটবৃক্ষটি সম্পর্কে জানতে চাইলে কেউ সঠিক তথ্য দিতে পারেন নি।
প্রত্যেকেই ধারণা করছেন বটবৃক্ষটির আনুমানিক বয়স ৫ শত বছর। আদকানি গ্রামের বাসিন্দা বৃদ্ধ শফিক মিয়া (৬৫) জানান বটগাছটির বয়স ৫ শত বছরের বেশি হবে। সত্তর বছরের বৃদ্ধ জমির আলী বলেন উনি ছোটবেলায় উনার দাদার কাছ থেকে বটবৃক্ষটি সম্পর্কে জেনেছেন, উনার দাদা বিট্রিশ সময়ে বলেছেন গাছটির বয়স ৪ থেকে ৫ শত বছর,বর্তমানে ত গাছটির বয়স আরো বেশি হওয়ার কথা। কালের সাক্ষী বটবৃক্ষটির সঠিক বয়স এবং কিভাবে কোথা থেকে এসেছে বা কে রোপণ করছেন, এর সঠিক তথ্য কারো জানা নেই, তবে সবাই ধারনা করছেন গাছটি হয়তো পাখির মাধ্যমে এসেছে এবং গাছটির বয়স পাঁচ শতাধিকের উপরে হবে বলে জানান। এ বিষয়ে লেখক সাংবাদিক সাব্বির এলাহি জানান কালের সাক্ষী হিসাবে দাড়িয়ে থাকা বটবৃক্ষটির সঠিক তথ্য কারো জানা নেই,এবং জানার কথাও নয়, তবে ধারনা করা হচ্ছে পাখির মাধ্যমে গাছটির হয়তো জন্ম হয়েছে, কেননা ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যে জায়গায় বটবৃক্ষটি দাড়িয়ে আছে, সেই আদকানি গ্রামে কয়েকশত বছর পৃর্বে বন জঙ্গলে ভর্তি ছিল,ছিলোনা কোন মানববসতি।
এসব বিষয় পর্যালোচনা করলে দেখা যায় বটবৃক্ষটির প্রাকৃতিক ভাবে জন্মেছে এবং ধারণা করা হচ্ছে গাছটির বয়স পাঁচশত বছর বা তার ঊর্ধ্বে হবে । তিনি আরো বলেন উদ্ভিদ বিজ্ঞানী বা বিশেষজ্ঞরাই পরিক্ষা নীরিক্ষা করে গাছটির সঠিক তথ্য ও ইতিহাস বলতে পারবেন।

0Shares