প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২২
আসন্ন পবিত্র রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঘোষিত তারিখ ও সময়েই চলবে। আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত চলবে শ্রেণিকক্ষে পাঠদান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদানের নাম করে গুজব ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গুজবকারীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech