কমলো এইচএসসি পরীক্ষার নম্বর, সময় ২ ঘণ্টা

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, মে ৯, ২০২২

কমলো এইচএসসি পরীক্ষার নম্বর, সময় ২ ঘণ্টা

ডায়াল সিলেট ডেস্ক :: চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। এবার পরীক্ষা হবে ২ ঘণ্টা। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে বিষয়ভেদে ৪৫ থেকে ৫৫ নম্বরে হবে এ পরীক্ষা।
রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে রচনামূলক (সিকিউ) অংশের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের জন্য সময় ২০ মিনিট।
স্বাভাবিক সময়ে ১০০ নম্বরের বিষয়গুলোর পরীক্ষা হতো ৩ ঘণ্টা। কিন্তু এবার করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে কম নম্বরে ও কম সময়ে পরীক্ষা হচ্ছে।
তবে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।
সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার বিষয়, প্রশ্ন সংখ্যা ও প্রশ্নপত্রের মানবণ্টন ২০২২
২০২২ সালের এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ আগস্ট থেকে। এর আগে পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। পরীক্ষার ফরমপূরণ শুরু ৮ জুন ২০২২ খ্রি. তারিখ থেকে।
সকল বোর্ডের এইচএসসিতে কেবলমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এইচএসসির পরীক্ষার্থীদের একটি বিষয় ছাড়া, চতুর্থ বিষয় সহ সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যে সব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে : বাংলা, ইংরেজী, গ্রুপ (বিভাগ) ভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয় এবং চতুর্থ বিষয়। মোট ৬ বিষয় ও ১২ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে না : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)।
পূর্ববর্তী পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে, আইসিটি বিষয়ের রেজাল্ট মূল্যায়ন করা হবে বরে বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে।
এইচএসসি পরীক্ষার প্রশ্নের সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২
ব্যবহারিক বিষয় বাদে প্রতিটি প্রশ্নপত্রের পূর্ণমান হবে ৫৫ নম্বরের। এর মধ্যে MCQ/ নৈর্ব্যত্তিক ১৫ নম্বরের, সময় থাকবে ২০ মিনিট। আর CQ /রচনামূলক ৪০ নম্বরের সময় বরাদ্দ থাকবে ০১ ঘন্টা ৪০ মিনিট।
ব্যবহারিক বিষয় সমূহে MCQ/ নৈর্ব্যত্তিক ১৫ নম্বরের আর সময় থাকবে ২০ মিনিট। CQ /রচনামূলক ৩০ নম্বর আর সময় থাকবে ১ঘন্টা ৪০ মিনিট।
তবে বাংলা দ্বিতীয় পত্রে ৫০ নম্বর ও ইংরেজির দুই পত্রে ৫০ নম্বর করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
এবারের এইচএসসি পরীক্ষার প্রতিটি বিষয় ও পত্রের পরীক্ষা মোট ২ ঘন্টা সময় ব্যাপী একটানা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোন প্রকার বিরতি থাকবে না।
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় বিষয় ভিত্তিক পরীক্ষার সময় ও নম্বর বিভাজন দেখুন নিচের যুক্ত রাজশাহী বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।
সকল বোর্ডের এইচএসসির নম্বর বন্টন একই থাকবে। তাই রাজশাহী বোর্ডের নম্বর বিভাজন নির্দেশিকা সংগ্রহ করলে সকল বোর্ডে ক্ষেত্রে প্রযোজ্য হবে।

0Shares