প্রকাশিত: ৬:১৫ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২২
ডায়ালসিলেট ডেস্ক :: সেবা সীমিতকরণ বা নিয়ন্ত্রণের অভিযোগে ভোজ্যতেল আমদানিকারক ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সরকারি সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
কমিশনের করা এ মামলায় সকল প্রতিষ্ঠানগুলোকে নোটিশও পাঠানো হয়েছে। সেখানে আগামী ১৮ ও ১৯ মে এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে এসব প্রতিষ্ঠানের কাছে তাদের ব্যবসায়িক তথ্য চাওয়া হবে।
মামলা হওয়া ৮টি প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (রূপচাঁদা), বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল (বসুন্ধরা), সিটি এডিবল অয়েল লিমিটেড (তীর), মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড (ফ্রেশ), শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পুষ্টি), এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড (এস আলম), প্রাইম এডিবল অয়েল লিমিটেড (প্রাইম) ও গ্লোব এডিবল অয়েল লিমিটেড (রয়্যাল শেফ)।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে বিদ্যমান প্রতিযোগিতা কমিশন আইন, ২০১২-এর ১৫ ধারা অনুযায়ী আমরা ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছি। তাদেরকে শুনানিতেও ডাকা হয়েছে এবং সেই শুনানিতে কোম্পানিগুলোর কাছে তথ্য চাওয়া হবে।’ ‘এর আগে আমরা সব তথ্য নেবো। এরপর দেখবো কারা কোন ধরনের অপরাধ করেছেন। তথ্য যাচাই-বাছাইয়ে কোনো কারসাজি ধরা পড়লে এসব কোম্পানির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে ভোজ্যতেলের ব্যবসায়ে কারসাজি ঠেকাতে প্রতিযোগিতা কমিশনের গঠিত অনুসন্ধান দল বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডসহ কয়েকটি ভোজ্যতেল কোম্পানির গুদাম ও শোধনাগারে অনুসন্ধান চালিয়েছিল। এবার স্বপ্রণোদিত হয়ে মামলা করলো প্রতিযোগিতা কমিশন সংস্থাটি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech