প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মে ২৯, ২০২২
স্টাফ রিপোর্টার॥ রিপন পাল কান্নায় ভেঙ্গে পরে বলেন-“আমি বাঁচতে চাই! মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শমসেরনগর কানিহাটি চা বাগানের রিপন পাল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
পিতা-রুনু পালের ছেলে রিপন পাল এর চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য প্রবাসী ও দেশের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন করেছেন।
এরই মধ্যে বিষয় সম্পত্তি বিক্রি করে এখন চিকিৎসা খরচ চালাতে পারছেন না। দীর্ঘদিন ছেলের চিকিৎসা চালিয়ে বর্তমানে আর্থিক সংকটে রুনু পালের পরিবার। ফলে তার ছেলেকে উন্নত চিকিৎসা দিতে পুরোপুরি ব্যর্থ। রিপনের বাবা একজন দিন মজুরি ১২০ টাকা মজুরি কাজ করেন ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে তিনি নি:স্ব হয়ে পড়েছেন। ছেলের চিকিৎসা খরচ ৫,৫০,০০০ টাকা জোগার করা অসম্ভব। রিপনকে দেখতে গিয়েছিল আমাদের রুহি ফাউন্ডেশনের কয়েকজন ভলেন্টার। তার অভিবাকের সাথে কথা হয়েছে তার রুহি ফাউন্ডেশন সংগঠনের পক্ষ থেকে রিপনের চিকিৎসার জন্য অনুদান আশ্বাস দিয়ে এসেছে।
ক্যান্সারে আক্রান্ত ছেলের সুচিকিৎসার জন্য সরকার এবং সব শ্রেণির হৃদয়বান মানুষদের নিকট জরুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানিয়েছেন রুনু পাল। পরিবারের পক্ষে দীর্ঘ দিন থেকে তার চিকিৎসার ব্যায়ভার বহন করে এখন নি:স্ব হয়ে পড়েছে। পরিবারের সদস্যদের চোখের সামনেই চিকিৎসার অর্থাভাবে দিন দিন সে মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে।
বিশিষ্ট সামাজিক ব্যক্তি, ক্রীরনুগারী, শিক্ষানুরাগী ও দেশ প্রেমিক কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নে রুহি ফাউন্ডেশনের প্রদান উপদেষ্টা হাজী শাহ আলম বলেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য!
আমরা সাধ্য অনুযায়ী সহযোগীতা করেছি, আপনারা যারা সমাজে বৃত্তবান তারা এই অসুস্থ মানুষটির জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিন।
তিনি আরো বলেন রিপন পালকে ফিরিয়ে আনতে আপনার ক্ষুদ্র সামর্থই পারে বিরাট একটা অবদান রাখতে। সাহায্য পাঠাতে পারবেন আমদের সাথে যোগাযোগ করে।
যোগাযোগ :
হাজী শাহ্ আলম
প্রদান উপদেষ্টা
রুহি ফাউন্ডেশন বাংলাদেশ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech