সিলেট ও হবিগঞ্জসহ সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২২

সিলেট ও হবিগঞ্জসহ সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ডায়াল সিলেট ডেস্ক :: সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে ভর্তিচ্ছু আবেদনকারীদের মধ্য থেকে বিশ্ববিদ্যায়সমূহের মোট আসনসংখ্যার তিনগুণ শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পেলেও এবার থাকছে না বাছাই প্রক্রিয়া, ফলে পরীক্ষায় বসার সুযোগ পাবেন সকল আবেদনকারী। তবে এবার আবেদনের যোগ্যতা সর্বমোট ন্যূনতম জিপিএ ৮ থেকে বাড়িয়ে ৮.৫ করা হয়েছে।
রবিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কৃষি গুচ্ছভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২০১৭ সালের মাধ্যমিক ও ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে চলতি বছরের যোগ্য প্রার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এবার আবেদনের যোগ্যতা সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫ করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের সবাই এবার পরীক্ষায় অংশ নিতে পারবে।’
এবার মোট ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হবে এবারের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়গুলো হলো- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)।
ভর্তি পরীক্ষার আবেদন ফি, বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যাসহ যাবতীয় বিষয় পরবর্তীতে জানানো হবে বলে জানান উপাচার্য।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ