মেট্রোপলিটন ইউনিভার্সিটির সকল পরীক্ষা ৩০ জুন পর্যন্ত স্থগিত

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২২

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সকল পরীক্ষা ৩০ জুন পর্যন্ত স্থগিত

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির সকল পরীক্ষা আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে আজ বৃহস্পতিবার জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদের বরাত দিয়ে জনসংযোগ শাখা জানায়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে সকল পরীক্ষা স্থগিত ৩০ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশগ্রহণে কোনো সমস্যায় না পড়েন, সেজন্যই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
স্থগিতকৃত সকল পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ