শাবিপ্রবিতে নতুন ৩ সহকারী প্রক্টর নিয়োগ

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২২

শাবিপ্রবিতে নতুন ৩ সহকারী প্রক্টর নিয়োগ

শাবিপ্রবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রক্টরিয়াল টিমে নতুন ৩ জন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ- রেজিস্ট্রার মো. ইউনুস আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদুর রহমান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এ কে এম আশিকুজ্জামান, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রভাষক জাহিদ হাসান সৌরভকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের পর থেকে তারা বিশ্ববিদ্যালয়ের সকল ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ