প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২২
ডায়ালসিলেট ডেস্ক :: সিলেটে আজ সোমবার ০১ ই আগষ্ট থেকে আগামী ৭ই আগষ্ট রবিবার পযন্ত ৭দিনের জন্য ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ সিলেটের বিভিন্ন এলাকায় ১ ঘন্টা পরপর মোট ৪ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিডিবির বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ বাউবি নির্বাহী প্রকৌশলী মো, ফজলুল করিম।
উক্ত যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো :
নয়া বাজার বাইশটিলা, লালবাগ, রঙ্গিটিলা, সালিয়া, সালুটিকর, লাক্কাতুরা, বড়শালা, উমদারপাড়া এলাকায় :
সকাল ( ১১ – ১২টা, ২ – ৩টা, ২ – ৩টা , ৫ – ৬টা , ৮ – ৯টা পর্যন্ত )
ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর : (১০ -১১ টা, ১ – ২টা , ৪ – ৫ টা , ৭ – ৮ টা পর্যন্ত )
দরগা, আম্বরখানা, মহিলা কলেজ চৌহাট্টা : ( ১১ – ১২টা, ২ – ৩টা, ২ – ৩টা , ৫ – ৬টা , ৮ – ৯টা পর্যন্ত )
জিন্দাবাজার, মুক্তিযোদ্ধা গলি, ডিসি অফিস : (১০ -১১ টা, ১ – ২টা , ৪ – ৫ টা , ৭ – ৮ টা পর্যন্ত )
রায়হোসেন, সাপ্লাইরোড : ( ৯ – ১০টা, ১২টা – ১টা, ৩ – ৪টা , ৬ – ৭টা পর্যন্ত )
দরগা গেইট, শ্যামলী মার্কেট, চৌহাট্টা : (১০ -১১ টা, ১ – ২টা , ৪ – ৫ টা , ৭ – ৮ টা পর্যন্ত )
লতিফ সেন্টার, শুকরিয়া মার্কেট, মধুবন মার্কেট, বন্দর বাজার, সিটি কর্পোরেশন : ( ৯ – ১০টা, ১২টা – ১টা, ৩ – ৪টা , ৬ – ৭টা পর্যন্ত )
বনকলাপাড়া, সুবিদবাজার, আম্বরখানা, মিঞা ফাজিলচিস্ত : ( ৯ – ১০টা, ১২টা – ১টা, ৩ – ৪টা , ৬ – ৭টা পর্যন্ত )
মিরবক্সটুলা, লোহার পাড়া, ষ্টেডিয়াম মার্কেট : (১০ -১১ টা, ১ – ২টা , ৪ – ৫ টা , ৭ – ৮ টা পর্যন্ত )
চৌকিদেখী, বাদাম বাগিচা, প্রভাতী পীর মহল্লা, পূর্ব পীর মহল্লা, বাশবাড়ি গলি : ( ৯ – ১০টা, ১২টা – ১টা, ৩ – ৪টা , ৬ – ৭টা পর্যন্ত )
মজুমদারী, বড়বাজার, হাউজিং এষ্টেট আংশিক, পশ্চিম পীর মহল্লা : ( ১১ – ১২টা, ২ – ৩টা, ২ – ৩টা , ৫ – ৬টা , ৮ – ৯টা পর্যন্ত )
অফিস প্রাঙ্গন, আবাসিক এরিয়া : ( ৯ – ১০টা, ১২টা – ১টা, ৩ – ৪টা , ৬ – ৭টা পর্যন্ত )
ফাজিল চিস্ত, জালালাবাদ, হাউজিং এষ্টেট : ( ১১ – ১২টা, ২ – ৩টা, ২ – ৩টা , ৫ – ৬টা , ৮ – ৯টা পর্যন্ত )
শাহী ঈদগাহ, হাজারীবাগ, কাজিটুলা, অনামিকা : (১০ -১১ টা, ১ – ২টা , ৪ – ৫ টা , ৭ – ৮ টা পর্যন্ত )
কাজলশাহ, ভাতালিয়া, মধুশহীদ, রিকাবী বাজার, লামাবাজার : (১০ -১১ টা, ১ – ২টা , ৪ – ৫ টা , ৭ – ৮ টা পর্যন্ত )
জল্লারপার, দাড়িয়াপাড়া, লামাবাজার, মুনিপুরী পাড়া : ( ৯ – ১০টা, ১২টা – ১টা, ৩ – ৪টা , ৬ – ৭টা পর্যন্ত )
কোতোয়ালী থানা, সার্কিট হাউজ : ( ৯ – ১০টা, ১২টা – ১টা, ৩ – ৪টা , ৬ – ৭টা পর্যন্ত )
কলাপাড়া, তেলিহাওর, লালবাজার : (৯ -১০ টা, ১১ – ১২টা , ১ – ২ টা , ৩ – ৪টা, ৫-৬ টা , ৭ – ৮ টা পর্যন্ত )
নবাব রোড, সুরমা আবাসিক এলাকা,সাগরদিঘীর পার, মীরের ময়দান : ( ৯ – ১০টা, ১২টা – ১টা, ৩ – ৪টা , ৬ – ৭টা পর্যন্ত )
কুয়ারপার ,ইঙ্গুলাল রোড, লালদিঘীর পাড়, বিলপাড়, শেখঘাট কলোনী : (১০ -১১ টা, ১ – ২টা , ৪ – ৫ টা , ৭ – ৮ টা পর্যন্ত )
শুভেচ্ছা আ/এ, ইত্যাদি পয়েন্ট, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা, মাছুদিঘীর পাড়, কাজির বাজার : (৯ -১০ টা, ১১ – ১২টা , ১ – ২ টা , ৩ – ৪টা, ৫-৬ টা , ৭ – ৮ টা পর্যন্ত )
মজুমদার পাড়া, মোল্লাপাড়া, কানিশাইল, শামীমাবাদ : ( ১০ – ১১টা, ১২টা – ১টা, ২ – ৩টা , ৪ – ৫টা , ৬ – ৭টা , ৮ – ৯টা পর্যন্ত )।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech