শোক দিবসে সুবিধাবঞ্চিতদের পাশে শাবি ছাত্রলীগ

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২২

শোক দিবসে সুবিধাবঞ্চিতদের পাশে শাবি ছাত্রলীগ

শাবি প্রতিনিধি :: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাবির কিন স্কুলে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে শোকর্যালী করেছেন তারা। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- শাবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সাবেক সদস্য মাহবুবুর রহমান, রসায়ন বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুমন সরকার, ছাত্রলীগ নেতা সুমন মিয়া, তারেক হালিমী, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানিম খন্দকার, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সমাজ বিজ্ঞান ছাত্রলীগের সভাপতি রেজাউল হক সিজার, ছাত্রলীগ নেতা ইমামুল হোসেন হৃদয়, সঞ্চয় সাহা, হৃদয় তালুকদার, আতিক হাসানসহ অন্য নেতাকর্মীরা।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ