প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২
ডায়ালসিরেট ডেস্ক;:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রিয়জন সাহিত্য সাংস্কৃতিক ও সামজিক সংস্থার শোক দিবস পালিত হয়েছে গতকাল ১৯ আগষ্ট শুক্রবার বিকার ৫:৩০ টায কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর আসর কক্ষে। প্রিয়জন সাহিত্য সাংস্কৃতিক ও সামজিক সংস্থার সভাপতি শামিমা আক্তার জিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাত আরা খান পান্না ও সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শামসুন্নাহার মিনু ।প্রধান আলোচক হিসাবে উপস্তিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রিয়জন সাহিত্য সাংস্কৃতি ও সামাজিক সংস্থা বাংলাদেশ এর চেয়ারর্পাসন রুনা আক্তার স্বপ্না ,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাবুল আহমেদ, রসময় ভট্টাচার্য, হরিপদ চন্দ্র, কবি ও সংগঠক ধ্রুব গৌতম, আরও উপস্থিত ছিলেন প্রিয়জন সাহিত্য সাংস্কৃতিক ও সামজিক সংস্থার সহসভাপতি মাসুদা সিদ্দিকা রুহী,সেনোয়ারা আক্তার চিনু, শান্তা কামালী, উপস্থিত ছিলেন শাহীন চাষি,আব্দুল বাছিত মানিক,হামিদা আব্বাসী, জুই ইসলাম,শেখ আনোয়ার সুরাইয়া পারভীন লিলি,কে এম, শিরিন লস্কর,ওয়াহিদা বেগম,তালুকদার তোফায়েল,আরিয়ান রাজান ইমরান, তোফায়েল, এমরান ফয়ছল, তোফাজ্জল হোসেন রবিন, তাহারাত হাসান, জান্নাতুল ফেরদৌস আখিঁ,,নওরীন নূর,কার্নাজ রাহিম জিহান,হেলাল আহমেদ, তাসনীন আক্তার, নুহা সুলতানা, সমনি নাহার,সাদিক হোসেন পিন্টু,জালাল ।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech