প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বড় বাজার শহীদ মিনারের সামনে অস্থায়ী সিএনজি অটোরিকশা স্ট্যান্ড অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও উপজেলায় ১৮ বছরের নিচে টমটম বা মিশুক চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত ইউএনও ইফফাত আরা জামান ঊর্মি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী।
বক্তব্য রাখেন- বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়াসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech