প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২
ডায়ালসিলেট ডেস্ক;:কবি মাহবুবা সামসুূদ সাহিত্যের ভূবনে এক সুবাসিত ফুল। তিনি ভাবের সাহিত্যে অবলীলায় নিত্য বিচরণ করলেও জ্ঞান সাহিত্যেও দৃপ্ত পদচারণা করেছেন চিরকাল। তার প্রকাশিত গ্রন্থগুলোও যথাযথ মূল্যায়িত ও পাঠকপ্রিয়তা লাভ করেছে। গত পঁচিশ আগস্ট বৃহস্পতিবার কবি মাহবুবা সামসুদ বুলবুলের নিজ হাতে গড়া সংগঠন সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সিলেট শাখার উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত কবি মাহবুবা সামসুদ বুলবুল এর শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নন্দলাল শর্মা এ কথাগুলো বলেন। সংগঠনের উপদেষ্টা গল্পকার জামান মাহবুবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি বাচিকশিল্পীৃ ও প্রশিক্ষক বিমল কর, সংগঠনের উপদেষ্টা কবি আনোয়ার হোসেন মিছবাহ ও সংগঠনের উপদেষ্টা গল্পকার সেলিম আউয়াল। আলোচনায় অংশ গ্রহণ করেন কবি মিনহাজ ফয়সল, আলোকচিত্রী শরীফ গাজী, টাচ অব সিলেট এর পরিচালক কবি জালাল জয়, কবি তাহমিনা ইসলাম তমা, কবি ও গল্পকার তাসলিমা খানম বীথি, আলোকচিত্রী এমরান ফয়সল, কবি আব্দুল কাদির জীবন, কবি অমিতা বর্দ্ধন, কাউছার আরা বেগম, কবি রিপন আহমেদ,কবি কানিজ আমেনা কুদ্দুস, কবি নাঈমা চৌধুরী, কবি ইশরাক জাহান জেলি, কবি কামাল আহমদ, কবি সেনুয়ারা আক্তার চিনু, কবি হোসনে আরা বেগম কলি, শামীমা আক্তার জিনু, কবি বিনতা দেবী, কবি নাজনীন আক্তার কণা, কবি নিলুপা ইসলাম, কবি ও প্রকাশক মোহাম্মদ নওয়াব আলী, গল্পকার আলেয়া রহমান, কেমুসাসের সাহিত্য সম্পাদক এ মাহবুব ফেরদৌস প্রয়াত কবির পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবির অনুজ বোন শম্পা চৌধুরী, কবির পুত্রবধূ তানিয়া আহমেদ। সভায় ভার্চুয়ালি শোক ও সমবেদনা জ্ঞাপন করে নিবেদিত লেখা উপস্থাপন করেন ভারতের জনপ্রিয় কবি চন্দ্রিমা দত্ত ও মীনা মুখার্জি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech