প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :: আসন্ন গ্রীষ্মে টানা কয়েক দিন বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল গ্রিড। রাশিয়া যদি ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ করে দেয় এবং ব্রিটেন যদি বিদ্যুৎ আমদানিতে ব্যর্থ হয় তবে এই বিপর্যয় দেখা দিতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পিত বিদ্যুৎ বিভ্রাট ঘটবে দেশটির দেশটির বাসা–বাড়ি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে। এই ঘোষণা এমন সময়ে এল যখন দেশটি প্রধানমন্ত্রী লিজ ট্রাস স্থানীয় সময় আজ বৃহস্পতিবার টাইমস পত্রিকায় একটি মতামত কলামে শীতকালে ব্রিটেনে জ্বালানি রপ্তানি রাখতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউরোপের দেশগুলো এরই মধ্যে আসন্ন শীতে জ্বালানি সংকটের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। দেশগুলো আশঙ্কা করছে, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর ব্যাপক হারে নিষেধাজ্ঞা আরোপ করায় রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে। ফলে, আগামী দিনে ইউরোপের দেশগুলো জনগণকে জ্বালানি রেশনিং করার প্রয়োজন হতে পারে বলে আগাম সতর্ক করে রেখেছে।
এদিকে, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন না থাকার ব্যাপারে ব্রিটেনের ন্যাশনাল গ্রিড ইলেকট্রিসিটি সিস্টেম অপারেটর (ইএসও) তাদের শীতকালীন পূর্বাভাসে বৃহস্পতিবার বলেছে, ‘এটি খুবই অনাকাঙ্ক্ষিত যে, আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে এসে পড়েছি। এর অর্থ হলো—আমাদের কিছু গ্রাহক দিনের বেলায় পূর্ব নির্ধারিত সময়ে বিদ্যুতের সুবিধা পাবেন না। ধারণা করা হচ্ছে দিনে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না।’
অপরদিকে, ব্রিটেনের ন্যাশনাল গ্রিড’স গ্যাস ট্রান্সমিশন তাদের শীতকালীন পূর্বাভাসে বলেছে, ‘ইউরোপ মহাদেশজুড়ে গ্যাস সরবরাহে সম্ভাব্য সংকট গ্রেট ব্রিটেনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, গ্রেট ব্রিটেনে ইউরোপ থেকে বিদ্যুৎ আমদানি ঝুঁকির মুখে পড়তে পারে।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech