জিম্বাবুয়ের কাছে ১ রানে হেরেছে পাকিস্তান

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

জিম্বাবুয়ের কাছে ১ রানে হেরেছে পাকিস্তান

ভারতের বিপক্ষে ম্যাচের মতোই শেষ ওভারের শেষ বলে এসে হেরে গেলো পাকিস্তান। এবার ১ রানে হারলো তারা জিম্বাবুয়ের কাছে। প্রথমে ব্যাট করে ১৩০ রান করেছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১২৯ রানে থামতে বাধ্য হয়েছে পাকিস্তান।

১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরে জিম্বাবুয়ে বোলাররা। এক পর্যায়ে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। ইনফর্ম মোহাম্মদ নওয়াজ এবং মোহাম্মদ ওয়াসিম। বোলার ব্রাড ইভান্স। প্রথম দুই বলেই ৭ রান নিয়ে নেন তারা দু’জন।
৪ বলে প্রয়োজন ৪ রান। তৃতীয় বলে নিলো ১ রান। মোহাম্মদ নওয়াজ উইকেটে থাকার পরও চতুর্থ বলটি হলো পট। ২ বলে প্রয়োজন ৩ রান। পঞ্চম বলটিতে আউট হয়ে গেলেন নওয়াজ। মিড অফের ওপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ১ বলে প্রয়োজন ৩ রান।
শেষ বলে শাহিন শাহ আফ্রিদি বাউন্ডারি মারতে পারলেন না। সোজা ব্যাটে খেললেন। ১ রান করার পর দ্বিতীয় রান করতে গিয়েই রানআউট হয়ে গেলেন শাহিন। ১ রানে জয় পেলো জিম্বাবুয়ে।

 

0Shares