প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিএনপি নেতাকর্মীদের দাবি- পুলিশের ছুড়া গুলিতে বেশ কয়েজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বুধবার সন্ধ্যার দিকে লাখাই উপজেলার বামৈ এলাকায় এ ঘটনাটি ঘটে।
কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি.কে গউছ জানান, সিলেট বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য লাখাই উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা চলছিল। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। এ সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা লাখাইয়ের বামৈ বাজারে সহিংসার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদেরকে বাঁধা দিলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। আত্মরক্ষার্থে পুলিশ বেশ কয়েক রাউন্ড পুলিশ ছুড়ে তাদেরকে ছত্রবঙ্গ করে দেয়।
তিনি বলেন, আহত পুলিশ সদস্যদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এছা বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech