প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২
ডায়াল সিলেট ডেস্ক :: আওয়ামী-বাকশালী পুলিশ ও দলীয় সন্ত্রাসী কর্তৃক বিএনিপর নেতাকর্মীদের হত্যা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে সিনিয়র নেতৃবৃন্দসহ নেতা-কর্মীদের গণগ্রেফতার, বর্বরোচিত হামলা, নির্যাতন, শান্তিপূর্ণ সমাবেশ করতে বাধা প্রদানসহ সমাবেশে আগত অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্যের উদ্যোগে এক প্রতিবাদ সভা বুধবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আবুল কালাম আজাদ, তৈমুছ আলী, যুক্তরাজ্য বিএনপি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি পারভেজ মল্লিক, যুক্তরাজ্য বিএনপি সহ-সভাপতি তাজুল ইসলাম ও আব্দুল মুকিম স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকার সময় ১০ ডাউনিং স্ট্রীট এর সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল সহবিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech