প্রকাশিত: ৪:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটে বিজয় শোভাযাত্রা করেছে মহানগর আওয়ামী লীগ। মহান বিজয়ের মাসের কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার দুপুর ১২টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মহানগর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা বের হয়। বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে শোভাযাত্রাটি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
এই শোভাযাত্রার একেবারে সামনে ছিলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
শোভাযাত্রায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, আজাদুর রহমান আজাদ, আরমান আহমদ শিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা সরকার ও আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দেন। এ ছাড়া বিএনপি ও জামায়াতের ‘নৈরাজ্যের’ বিরুদ্ধেও স্লোগান দেন তারা।
সিসিকের উন্নয়ন প্রকল্প পরিদর্শন পররাষ্ট্রমন্ত্রীর :: সিলেট সিট কর্পোরেশনের সুরমা নদীর তীর সংরক্ষণ ও সৌন্দর্য্যবর্ধণ প্রকল্প পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এমপি।
রবিবার দুপুরে সার্কিট হাউজের সামনে থেকে নগরের মাছিমপুর সেতু পর্যন্ত সুরমা নদীর তীর এবং উপশহর এলাকাস্থ সুরমা নদী পাড় সংরক্ষণ, সৌন্দর্য্যবর্ধণ প্রকল্পের কাজ ঘুরে দেখেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রকল্পসমূহের চলমান কাজ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। সিসিকের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, তত্ত্ববধায়ক প্রকৌশলী আলী আকবর সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech