স্বাস্থ্যের ৪ পরিচালককে বদলি, নিপসমে ডা. সেব্রিনা ফ্লোরা

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩

স্বাস্থ্যের ৪ পরিচালককে বদলি, নিপসমে ডা. সেব্রিনা ফ্লোরা

ডায়ালসিলেট ডেস্ক::সেব্রিনা ফ্লোরাকে বদলি করায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. রাশেদা সুলতানাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) করা হয়েছে। অন্যদিকে নিপসম পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) করে পাঠানো হয়েছে।

আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক সেব্রিনা ফ্লোরা করোনা মহামারি শুরুর পর ২০২০ সালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হয়েছিলেন। এরপর গত বছর থেকে গুরুতর অসুস্থতা নিয়ে দীর্ঘদিন তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি দেশে আসার পর তাকে নতুন করে এ দায়িত্ব দেয়া হলো।
ডায়ালসিলেট এম/

0Shares