প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়ে গেল দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশ-ভারত মৈত্রী সাংস্কৃতিক উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শ্রীমঙ্গল মহসীন অডিটরিয়ামে শত প্রদীপ প্রজ্জ্বল করে এই মৈত্রী উৎসবের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।মৈত্রী উৎসবের আহবায়ক সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাশু সোমমহান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার সুর্দশন রায়, বিএমএ শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিপদ রায়, বিশিষ্ট চিকিৎসক ডা: সত্যকাম চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, ওয়াটার লিটি রির্সোটের সত্যাধিকারী আজিজুর রহমান চৌধুরী, সংগীত শিল্পী আরমান খান, কলকাতার শিল্পী জোৎসনা মন্ডল, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, মেটা ফোর ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডায়রেকটার লায়ন গোলাম সারোয়ার মানিক, অধ্যাপক অবিনাশ আচার্য্য, শিক্ষক জহর তরফদার,মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিম, লালতীর সীড এর বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী, জাসদ শ্রীমঙ্গল এর সভাপতি হাজী এলেমান কবির, সংস্কৃতিজন দেবাশীষ চৌধুরী রাজা, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত শুভ্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক কামরুল হাসান দুলন, এনটিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী, এটিএনবাংলার মৌলভীবাজার প্রতিনিধি মহনীন পাভেজ, সাংবাদিক শামীম আক্তার হোসেন আরটিভির এর মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, মাই টিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে ও এখন টিভির মৌলভীবাজার প্রতিনিধি এম এ হামিদ ও এশিয়ান টেলিভিশনের এস কে দাশ সুমন ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ রিয়ন। উদ্বোধনের পর পরই রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত দুই বাংলার প্রখ্যাত সংগীত শিল্পীদের পরিবেশনায় একের পর এক মনোমুগ্ধকর সংগীত উপভোগ করেন দর্শকরা।মৈত্রী উৎসবে সংগীত পরিবেশন করেন আরমান খান, লাভলী সিনহা, সান্তনা ভট্টাচার্য্য, তারেক ইকবার চৌধুরী, ইমন দেব চৌধুরী, ভারতের শিল্পী জোৎসনা মন্ডল, অর্পিতা ঘোষ, দীপক মাইতি, সোমদত্তা মন্ডল ও রীতা বনিককে সম্মাননা দেয়া হয়।এছাড়াও আরও উপস্থিত আব্দুল জলিল, সাংবাদিক হুমায়ুন কবির, নাট্যকর্মী চৈতালী চক্রবর্তী, ঝুমন মিয়া, সুকান্ত চক্রবর্তী, আদিল বক্স, দেব দুলাল চক্রবর্তী, মো. হুমায়ূন কবির, বর্ণ চক্রবর্তী, নাঈম আহমেদ, তপন তরপদার, গোপাল চন্দ্র রায়, সাংস্কৃতিককর্মী শ্যামল আচার্য্য ও সুমন বৈদ্য প্রমূখ। এসময় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মৈত্রী উৎসবে অংশগ্রহণ করা শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech