সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের দায়িত্ব হস্তান্তর

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের দায়িত্ব হস্তান্তর

ডায়ালসিলেট ডেস্ক ঃঅনুষ্ঠিত হয়ে গেল আর্ত-মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন, সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ২০২২-২৩ ইং সেশনের দায়িত্ব হস্তান্তর সভা । ৪১তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনে নবগঠিত কার্যপরিষদটি অনুমোদনপ্রাপ্ত হয়।

সন্ধানী সিলেট মেডিকেল কলেজ ইউনিটের বিগত তিন বছরের কমিটির সাথে সম্পৃক্ত সন্ধানীয়ানদের তথ্য যাচাই-বাছাইয়ের পর ২০২২- ২৩ সেশনের জন্য একটি কমিটি সর্বসম্মতিক্রমে হাউজে পাশ হয়।

দায়িত্ব হস্তান্তর সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাজিয়া সুলতানা মুক্তা। সভাপতি হিসেবে ফারজানা ইয়াসমিন শান্তা ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জাকারিয়া হোসেন সহ মোট ২৮ সদস্য বিশিষ্ট কার্যপরিষদের নিকট ২০২২-২৩ ইং সেশনের দায়িত্ব হস্তান্তরিত হয়। নবগঠিত পরিষদের অন্যান্য দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি লিয়াকত হোসেন রাকিব, সহ-সাধারণ সম্পাদক মাসুূদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হাছান, অর্থ সম্পাদক সুমাইয়া কবির তরফদার সুপ্তি, যুগ্ম অর্থ সম্পাদক ফাহমিদা চৌধুরী মুন্নী ও মোঃ রাউফুল ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাক আবদুল্লাহ আল নাবিল, যুগ্ম ছাত্র কল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম রায়হান ও আলফাতুন্নেসা মুক্তা, রোগী কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক মেহেরীন মেহনাজ ও জয় শংকর রায় চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইয়ান মুহিবুর রহমান, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদা রাইসা সারা ও মোঃ ইয়াসিন রহমান, দপ্তর সম্পাদক সোহানী রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক সিনথিয়া বিনতে মান্নান, শিক্ষা গবেষণা ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক রিতু সাহা, যুগ্ম শিক্ষা গবেষণা ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক সৈয়দ নাঈম আরমান উদয়, ডোনার ক্লাব ও সমাজকল্যাণ সম্পাদক প্রিন্স সাহা, ড্রাগ ব্যাংক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহারিয়া, যুগ্ম ড্রাগ ব্যাংক বিষয়ক সম্পাদক হুমায়রা মাহজাবিন রিমি, কার্যকরী সদস্য-১ তাসনুভা হাবিব নেহা, কার্যকরী সদস্য-২ কামরুন নাহার কলি, কার্যকরী সদস্য-৩ নুসরাত আরা নিদ্রা।

উক্ত সভায় সম্মানিত উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ শাহজান আলী, ডা. আফরিন জাহান আইয়ুব, ডা. সানিয়া ইসলাম, ডা. কাউছার আলী, ডা. জুরানা বিনতে ইছমাইল, তানিয়া আক্তার, মরিয়ম বেগম, আলিফ বিনতে মিজান।

আলোচনা সভায়, সকলের মতামতের ভিত্তিতে উপদেষ্টামন্ডলী গঠন করা হয় ও দায়িত্ব হস্তান্তর শেষে, বিগত কার্যবর্ষের উপর আলোকপাত এবং নবগঠিত পরিষদকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ইতি টানা হয় উক্ত সভাটির।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ