আর্দশ স্পোর্টি ক্লাবের আয়োজনে নাইট ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল ও পুষ্কার বিতরণ

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

আর্দশ স্পোর্টি ক্লাবের আয়োজনে নাইট ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল ও পুষ্কার বিতরণ

ডায়াল সিলেট ডেস্ক ॥ আদর্শ স্পোর্টিং ক্লাবের আয়োজনে আন্ত ৮নং ওয়ার্ড নাইট ফুটসাল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার ১৯ মার্চ রাত সাড়ে ৯টায় পূর্ব ধরকাপন জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা পরিষদ চেয়াম্যান মিছবাহুর রহমান।পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সেলিম হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মুমিন তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মনোয়ার আহমেদ রহমান, আব্দুল বাছিত (আনার), বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ফয়ছল আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া।মেগা ফাইনাল খেলায় ২টি দল মুখোমুখি হয় দ্য গোল্ডেন ফিটস বনাম ওয়ার ব্রিংগারস্। নিধারিত সময়ে গোল শূন্য হয়। পরে ট্রাইব্রেকারে ওয়ার ব্রিংগারস্ ২-১ গোলের ব্যবধানে দ্য গোল্ডেন ফিটসকে পরাজিত করে।ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আহাদুর রহমান অভি, সাধারণ সম্পাদক ইদ্রিস আহমেদ, সদস্য মইনুল ইসলাম, হৃদয় খান হুময়ায়ুন, রাজন আহমেদ, সুমন আহমদ, ফারহান ফুয়াদ, পারভেজ আহমদ, সোহেল আহমেদ সাগর, রাহিম হাসান, জুয়েল আহমদ, শাহিন আহমদ, তৌফিক হাসান নিঝুম, সাইদুল ইসলাম অয়ন, আরাবি আলম, ইমন আহমদ প্রমুখ।বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক দর্শকরা মনোমুগ্ধকর খেলাটি উপভোগ করেন। ওয়ার্ড ভিত্তিক টুর্নামেন্টে এ খেলায় সর্বমোট ৭টি দল অংগ্রহণ করে।

0Shares