ঢাকা ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ইতালীতে গোলাপগঞ্জ উপজেলার প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩
ডায়ালসিলেট ডেস্ক: ইতালীতে গোলাপগঞ্জ উপজেলার প্রবাসী বাংলাদেশী সান জুসেপ্পের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৬ এপ্রিল ইতালীর নাপলীস্থ সরফ উদ্দীন রেস্টুরেন্টে স্থানীয় সময় বিকেল ৫ টায় আব্দুল্লাহ আল মন্সুর মোঃ অয়েছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুনা জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম আক্তার লিটন। বিশেষ অথিতি ছিলেন পাল্মার সামাজিক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান বাবলু, মোঃ গৌছ, নাসির উদ্দিন, আব্দুস শুকুর আব্দুল্লাহ, বুলবুল আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন সান জুসেপ্পের উপদেষ্টা মাসুদ আহমদ, প্রাণকৃষ্ণ বণিক, সভাপতি দেলোয়ার মুহাম্মদ, সিনিঃ সহ-সভাপতি সরফ উদ্দিন, সহ-সভাপতি সুফিয়ান রহমাব সহ দুই শতাধিক প্রবাসী বাংলাদেশী।
আলোচনা শেষে গোলাপগঞ্জ প্রবাসীদের নিয়ে আব্দুল্লাহ আল মন্সুর মোঃ অয়েছকে আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গোলাপগঞ্জ স্যোসিয়াল ট্রাষ্ট ইতালীর আহ্বায়ক কমিটি করা হয়।
নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমদ, খুকন উদ্দিন, ফরিজ উদ্দিন, ছানু মিয়া, আব্দুস সামাদ, দেলোয়ার হোসেন, এমরান হোসেন লিটন, শাহাদাৎ আহমদ, মিলু মিয়া, জয়নুল আহমদ, মাহবুব আহমদ, জালাল উদ্দিন, মনোয়ার হোসেন, মাসুম আহমদ, আতিকুর রহমান, ছাব্বির আহমদ, হোসেন আহমদ, মুরধেদ আলম, প্রধান সমন্নয়ক কবি দেলোয়ার মুহাম্মাদ। ইফতারের পূর্বে রামাদানের ফজিলত নিয়ে ওয়াজ ও মোনাজাত করেন মাওলানা জাহেদুর রহমান।