প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ পবিত্র রমজান মাসের শুরু থেকেই অসহায় মানুষের কাছে দুই টাকায় ইফতার সামগ্রী তুলে দিচ্ছে দ্যা হেল্পিং উইং নামে একটি সংগঠন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে একদল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে উঠেছে শ্রীমঙ্গলে “দি হেল্পিং উইং” নামে একটি সামাজিক সংগঠন। গত পাঁচ বছর ধরে রমজান মাস থেকে ছিন্নমূল মানুষদের ২ টাকায় শুভেচ্ছা মূল্যের বিনিময়ে ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে পাঁচ বছরে পর্দিপন করেছে এই সংঘটনটি। এ বছর প্রথম রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত এভাবেই ২ টাকার বিনিময়ে ইফতার বিতরণ করে আসছে এই সংগঠনের সদস্যরা। আজ বিকেলে রেল স্টেশন এলাকায় এ সংগঠনের উদ্যোগে ৪ শতাধিক অসহায় দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় ৭ পদের ইফতার৷ ইফতার বিতরণ করা হয়। কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা এ সংগঠনের কাছ থেকে ইফতারের নানান জাতের খাবার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় লোকজন। সেখানে তাদের এই কার্যক্রমে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক,প্রমুখ।এই সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওই সংগঠনের প্রধান সমন্বয়ক ফারহান হোসেন চৌধুরী আরিয়ান, মডারেটর সিদ্দিকুল ইসলাম, রিমু চৌধুরী, প্রত্যয় হোম চৌধুরী নির, রকিব মিয়া, হাসনাতুল ইসলাম, ফরহাদ সানি বিজয় চৌধুরী, রাকান মোহাম্মদ, তাসনিম চৌধুরী, লাবিবা,মিম,দেয়া, মুমু, জুলি প্রমুখ। উল্লেখ্য, ২০১৯ সালে শ্রীমঙ্গলে প্রথমবারে মত দুই টাকায় ইফতার নামক প্রোগ্রাম আয়োজন করেছিলো সংগঠনটি ৷ এই ধারা অব্যাহত ছিলো বিগত বছর গুলোতেও ৷ প্রতি বছর পুরো রমজান মাস ধরেই সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার তুলে দিয়ে যাচ্ছেন তারা ৷ তারই ধারাবাহিকতায় এবারও রমজানের প্রথম দিন থেকেই শুরু হয়েছে তাদের এই কার্যক্রম ৷ এদিকে দুই টাকা ইফতার বিতরণের মত কার্যক্রম পরিচালনা করা এবং মাসব্যাপী অব্যাহত রাখায় সমাজের বিভিন্ন সুচিন্তার মানুষ এর প্রশংসা করছেন। শেষের সমাজের মানুষ আরো বলেন আজ এই তরুণদের কারণে দুই টাকার বিনিময়ে অনেক অসহায় মানুষ উন্নতমানের ইফতার খেতে পারছেন
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech