ঢাকা ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
কামরুল ও শাহিনের পরিবারকে সেলাই মেশিন হস্তান্তর”
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ জুড়ীতে নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে কামরুল ও শাহিন নামের দুইজন শ্রমিক মৃত্যুবরণ করেন।কামরুলের বাবা-মা ও পাঁচ বোন এবং শাহিনের বাবা-মা ও দুই বোন আছেন। ১৭ই এপ্রিল জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের কামরুল ও পুর্ব জুড়ী ইউনিয়নের পশ্চিম বড় ধামাই জুড়ীর পাড় গ্রামের শাহিনের বাড়ীতে পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলাম।দুই পরিবারকে দুইটা সেলাই মেশিন দিয়েছি।মহান আল্লাহ কামরুল ও শাহিনকে জান্নাতবাসী করুন, আমিন।তাদের পরিবারকে ধৈর্য্য ধরার শক্তি দিন। তাদের পরিবারের পাশে দাড়ানোর আহবান জানাই।