ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

ডায়াল সিলেট ডেস্ক :  ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। রোববার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক।
সংবাদ সম্মেলনে তিনি ভূমির ক্রয় বিক্রয়, নামজারি, ই-সেবা ও অনলাইন সেবার উন্নতির দিক সাংবাদিকদের তুলে ধরেন। এসময় সাংবাদিকগণ ভূমি সেবার উপর বিভিন্ন জটিলতা নিয়ে প্রশ্ন তুলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, সদর উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি সাদিয়া সুলতানা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মীর রাশেদুজ্জামান, সহকারী কমিশনার মোছাঃ মলি আক্তার।

0Shares