জুড়ীতে ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

জুড়ীতে ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

ডায়াল সিলেট ডেস্ক :  মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বেলাগাঁও গ্রামের বাসিন্দা মোছা. খোদেজা আক্তার সম্প্রতি নিজের কৃষি জমির খাজনা পরিশোধ করতে জায়ফরনগর ইউনিয়ন ভূমি অফিসে যান। সরকারি হিসেবে ১১.২৫ শতক জমির সর্বশেষ খাজনা ২৪ টাকা বকেয়া ছিল। কিন্তু বকেয়া পরিশোধের সময় তহশিলদার তাঁর কাছ থেকে ৫০০ টাকা ঘুষ নেন।
গতকাল রোববার (২১ মে) অতিরিক্ত টাকা ঘুষ হিসেবে নেয়ায় ভুক্তভোগী খোদেজা উপজেলা নির্বাহী অফিসার বরাবর টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন।
অভিযোগকারী খোদেজা জানান, গত ১৬ মে জায়ফরনর ইউনিয়ন ভূমি অফিসে তার ভূমির কর দিতে গেলে তহশিলদার মুজিবুর রহমান খাজনা বাবদ তার কাছে ৫০০টাকা দাবী করেন। খোদেজা মানুষের বাড়ীতে কাজ করে এবং সে একজন দরিদ্র মানুষ এটা বললেও কোন লাভ হয়নি। পরে সে বাদ্য হয়ে ৫০০টাকা দিলে তাকে মোট ২৪ টাকার রশিদ দেন তহশিলদার মুজিবুর রহমান। তখন সে মনে করেন ২৪ টাকার উপরে ওই অতিরিক্ত টাকা তহশিলদার ঘুষ হিসেবে নিয়েছেন। খোদেজা তার অতিরিক্ত টাকাটি ফেরত চান এবং আর কেউ যেন কর দিতে গিয়ে ঘুষ না দিতে হয় সেজন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে সে আবেদনে এ বিষয়টি দাবী করেছেন।অনুসন্ধানে জানা যায়, জায়ফরনর-সাগরনাল ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা মুজিবুর রহমানের বিরুদ্ধে করদাতারা অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ নিয়মিত করে আসছেন। ঘুষ ছাড়া তিনি কর গ্রহণ করেন না। সম্প্রতি উপজেলার কাশিনগর গ্রামের হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, আমি গত ১৬ মে কর দিতে গেলে মুজিবুর রহমান আমার ৪৭৪ টাকা করের বিপরীতে ১১শ’ টাকা দাবী করে। অতিরিক্ত টাকা না দিলে খাজনা নেবেন না বললে বাধ্য হয়ে ১১’শ টাকা পরিশোধ করি। কিন্তু আমাকে রশিদ দেন সেই ৪৭৪ টাকার।
অভিযুক্ত মুজিবুর রহমান ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কারও কাছ থেকে কখনও অতিরিক্ত টাকা নেই না।
উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, খাজনার রশিদে যা তাই পরিশোধ করতে হয়। কোন অবস্থায় অতিরিক্ত টাকা নেওয়ার বিধান নেই। এ অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ