মৌলভীবাজারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩

মৌলভীবাজারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক সেমিনার

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) আওতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৩ মে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক সেমিনার প্রাইমারী ট্রেনিং ইনিষ্টিটিউট (পিটিআই) হলরুমে অনুষ্ঠিত হয়।

প্রাইমারী ট্রেনিং ইনিষ্টিটিউট (পিটিআই) এর ভারপ্রাপ্ত সুপার ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও পিটিআই ইনস্টাক্টর আমিনা আক্তারের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শামছুর রহমার, জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা শিশু বিষযক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় তথ্য প্রযুক্তি ব্যবহারে নিশ্চিত গুরুত্বরোপ করা হয় ।

0Shares