শ্রীমঙ্গলে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

শ্রীমঙ্গলে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

ডায়াল সিলেট ডেস্ক মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার হয়েছে।

শনিবার(২৭ মে)ভোর রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো:রফিকুল ইসলাম,এসআই তীথংকর দাস, এসআই মো:জামাল উদ্দিন,এএসআই মো:আবু মুছা,এএসআই রাজু কুমার বিশ্বাস পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, জিআর ২৪৮/২০ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামি শ্রীমঙ্গল লেবার কলোনি স্টেশন রোড এর নুর শেখ এর ছেলে সুহেল শেখ ওরফে কালু শেখ, মির্জাপুর ইউনিয়নের বৈলাছড়া গ্রামের মজনু মিয়ার ছেলে বাছিতুর রহমান ও ফুসকুড়ি চা বাগানের হরেন্দ্র দাস ছেলে দুলাল দাস ও কমল দাস, ফুসকুড়ি বাগানের বাসিন্দা গনি দাসের ছেলে ধীরেন্দ্র দাস।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান,ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামিকে আটক করে সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

0Shares