জুড়ীতে কলেজ ছাত্র নিখোঁজ

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩

জুড়ীতে কলেজ ছাত্র নিখোঁজ

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামের তানভীর হাসান রুহান (১৮) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। সে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

রুহানের বাবা চিকন মিয়া জানান, রুহান শনিবার সকালে বাড়ি থেকে গ্রামের মসজিদে ফজরের নামাজে যাওয়ার জন্য বের হয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মুঠোফোন নাম্বার দীর্ঘক্ষন বন্ধ থাকায় আমাদের সন্দেহ হয়। বিভিন্ন স্থানে সন্ধ্যা পর্যন্ত খোঁজ করে না পাওয়ায় জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের সহায়তা নিয়েছি।

জিডির তদন্ত কর্মকর্তা জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক জানান, জিডির প্রেক্ষিতে আমরা অনুসন্ধান শুরু করেছি। নিয়ম অনুযায়ী দেশের সকল থানায় তথ্য পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

0Shares