কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের নির্বাচনী উঠান বৈঠক

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুন ১, ২০২৩

কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের নির্বাচনী উঠান বৈঠক

ডায়াল সিলেট ডেস্ক : আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে উঠান বৈঠক করেছেন সাবেক এমপি এম এম শাহীন। বৃহস্পতিবার(পয়েলা জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় পৌরসভার ১ নং ওয়ার্ড সাদেকপুরে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে কুলাউড়া দারুস সুন্নাহ মডেল দাখিল মাদরাসার সুপার মাওলানা খন্দকার ওজিউর রহমান আসাদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য এম এম শাহীন।

এছাড়া উপস্থিত ছিলেন সাদেকপুর জামে মসজিদের সভাপতি খন্দকার ফয়জুর রহমান মাসুক, পৌর আল-ইসলাহ’র সভাপতি কাজী খন্দকার ফখরুল ইসলাম , বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মর্তুজ আলী, সাদেকপুর জামে মসজিদের ইমাম হাফিজ আব্দুল মছব্বির, বিশিষ্ট মুরব্বি খন্দকার চিনু মিয়া, উপজেলা জাতীয় পার্টির নেতা খন্দকার মোহাম্মদ আলী,খন্দকার আব্দুল কাইয়ূম লেবু, ছাত্রলীগ নেতা খন্দকার আব্দুল আলীম প্রমূখ।

0Shares