দেশ ছাড়তে হবেনা, দেশই সরকারকে ছাড়বে : জুড়ীতে নাসিম উদ্দিন মিঠু

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩

দেশ ছাড়তে হবেনা, দেশই সরকারকে ছাড়বে : জুড়ীতে নাসিম উদ্দিন মিঠু

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য ফারুক আহমদের মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (১০ জুন)  বিকেলে গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাগুরা বাজারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি ও মৌলভীবাজার-১ জুড়ী বড়লেখা সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত নেতা আলহাজ্ব নাসিম উদ্দিন আহমেদ মিঠু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভপতি ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান আসকর, উপজেলা বিএনপির সহ- সভাপতি মো. লিয়াকত আলী, আবদুল কাইয়ুম, ডা. মোস্তাকিম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবদুল গনি সরদার, উপজেলা কৃষক দল সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম তোলা, বিএনপি নেতা হাজী সোহেল আহমদ, কয়ছর আহমেদ, উপজেলা  জাসাস নেতা দেলোয়ার হোসেন প্রমুখ । প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা।  সারা দেশে আমাদের নেতা কর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। এ সরকার লুটপাট করে দেশের যে ক্ষতি করেছে সরকারকে দেশ ছাড়তে হবেনা দেশই তাদেরকে ছাড়বে। আগামী আন্দোলন সংগ্রামে নেতা কর্মীদের প্রস্তুত থাকতে তিনি আহবান জানান।

0Shares