মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ঈদ ২৯ জুন

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩

মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ঈদ ২৯ জুন

আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়া। সংযুক্ত আরব আমিরাতের গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (আইএসি) প্রকাশিত তালিকায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে চলেছে মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়া। তবে ব্রুনেই ও ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা যায়নি।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে এখনো চাঁদ দেখতে পাওয়ার খবর পাওয়া যায়নি। সৌদি আরব দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

 

0Shares