প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নতুন মেয়রকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন সিলেট নগরের উন্নয়নের পাশাপাশি বিদ্যমান সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনরায়ের যথাযথ মূল্যায়ন করবেন। তাদের প্রত্যাশা, আনোয়াজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিসিক একটি একটি জবাবদিহিতামূলক জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।
সাংবাদিক রেজওয়ানের বাসায় হামলায় জেলা প্রেসক্লাবের নিন্দা
সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদের আম্বরখানা বড়বাজারস্থ বাসভবনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসী হামলার সাথে যুক্ত ব্যক্তি ও তাদের মদদদাতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech