মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন’ অ্যাডিশনাল ডিআইজি 

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

 মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন’ অ্যাডিশনাল ডিআইজি 
মনজু বিজয় চৌধুরী॥  সিলেট রেঞ্জের মাননীয় অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন্স)  এম এ জলিল মহোদয় মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।
২৫ জুন  দুপুরে অ্যাডিশনাল ডিআইজি  পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজি কে সালামি প্রদান করেন।
সালাম গ্রহন শেষে অতিরিক্ত ডিআইজি  পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ ক্লিয়ারেন্স শাখা, পুলিশ কন্ট্রোল রুম, ই-পাসপোর্ট শাখা, ডেসপাস শাখাসহ অন্যান্য অফিস ঘুরে দেখেন।
পরবর্তীতে তিনি পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারীর অফিস এবং অপরাধ শাখা পরিদর্শন করেন। তিনি অফিসের বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ।
0Shares