জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা চলছে

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা চলছে

মনজু বিজয় চৌধুরী।  শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সংস্কৃতি ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা হয়ে থাকে।এরই আলোকে আজ শনিবার ( ১৫ জুলাই) মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্ধোধন ঘোষনা করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এ সময় তিনি বলেন পৃথিবীকে শিশুর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।জাতি, ধর্ম, বর্ণ, ধনী-গরিবনির্বিশেষে সব শিশুর ভেতর লুকায়িত পূর্ণ সম্ভাবনার উন্মেষ ঘটাতে হবে।শিশুরা যেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখতে পারে, এ লক্ষ্যে বিভিন্ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, মা-বাবাসহ পরিবারের সদস্যদেরকেও এগিয়ে আসতে হবে সৃজনশীল মেধাসম্পন্ন প্রজন্ম গড়তে সাহিত্য-সংস্কৃতির প্রভাব অপরিসীম।
বিদ্যার্জনের পাশাপাশি শিল্প-সাহিত্য, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে শিশুদের সম্পৃক্ত করে তাদের মানসিক বিকাশের পথসুগম করা জরুরি। শুধু অবস্থাসম্পন্ন পরিবারের শিশু নয়, সব স্তরের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বৈষম্যহীন মনোভাব নিয়ে সংশ্লিষ্ঠ সবাইকে এগিয়ে আসতে হবে।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান , জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জ্যোতি সিনহা প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুই দিনব্যাপী শিশু পুরষ্কার প্রতিযোগীতা ২০২২-২০২৩ (২বছরের) অনুষ্ঠিত হয়।জেলা পর্যায়ে বিজয়ীরা,বিভাগীয় পর্যায় এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করবে।জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতাকে ৩টি বিষয়ে ভাগ করা হয়েছে।শিক্ষা বিষয়ক,সাংস্কৃতিক বিষয়ক ও ক্রীড়া বিষয়ক।শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগীতা বিষয়ভেদে ক,খ ও গ এই ৩টি বিভাগে বিভক্ত। ও বালিকা ২টি বিভাগে বিভক্ত।ক বিভাগে ১ম-৫ম শ্রেণি,খ বিভাগে ৬ষ্ঠ-৮ম শ্রেণি এবং গ বিভাগে ৯ম-১০ম শ্রেণি।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল সাধারণ জ্ঞান, উপস্থিত অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, কেরাত তরজমাসহ, শিশু সাহিত্য ধারাবাহিক গল্প বলা, সঙ্গীত দেশাত্ববোধক, রবীন্দ্র, নজরুল সংগীত, ছড়াগান, লালনগীতি, মুর্শিদী, হাসনরাজার গান, লোকো সংগীত, হামদ, নাথ, উচ্চাঙ্গ সংগীত, তবলা, দোতারা, সেতারা, বাঁশী, নৃত্য মনিপুরী, কথ্থক, ভরত নাট্যম, লোকনিত্য, চিত্রাঙ্কণ, ইত্যাদি।
প্রতিযোগীত্য়া অংশগ্রহন করা বিভিন্ন শিক্ষার্থীরা জানায় এই ধরনের প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। এর মাধ্যমে শরীর মন ও মেধার বিকাশ ঘটবে বলে শিক্ষার্থীরা জানান।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ