কুলাউড়া থানা পুলিশের অভিযানে খুন মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৩

কুলাউড়া থানা পুলিশের অভিযানে খুন মামলার প্রধান আসামী গ্রেফতার

ডায়াল সিলেট ডেস্ক:  কুলাউড়া থানাধীন পুষাইনগর বাজারস্থ মফিজ মিয়া ও নজাক মিয়ার দোকানে আসামী শাকিব মিয়া গং হামলা করিয়া ভিকটিম নজাক মিয়া (৫০), পিতা-মৃত ইউনুছ আলী, সাং-পুষাইনগর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার ও তাহার ভাই মফিজ মিয়াকে মারপিট করিয়া জখম করে। ঘটনায় আহত ভিকটিম নজাক মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ০৯/০৭/২০২৩ খ্রিঃ দুপুর অনুমান ০১.০০ ঘটিকায় মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনার বিষয়ে থানায় মামলা রুজু হওয়ার পর অফিসার ইনচার্জ এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ইতিপূর্বে ০২ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন এবং গত ২০/০৭/২০২৩ খ্রিঃ তারিখে র্যা ব-৯ সিলেটের সহায়তায় সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন কুড়িগ্রাম সাকিন হইতে মামলার প্রধান আসামী ১। শাকিব মিয়া (১৯), পিতা-জহির আলী, সাং-পুষাইনগর, ০৪নং জয়চন্ডি ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

0Shares