১৫ আগস্ট শোক দিবস পালনে মৌলভীবাজারে প্রস্তুতি

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

১৫ আগস্ট শোক দিবস পালনে মৌলভীবাজারে প্রস্তুতি

মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগস্ট শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম।

এ সময় বঙ্গবন্ধুর সহধর্মিনী ফজিলাতুন্নেছা মুজিব এবং জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এতে পৌর মেয়র ফজলুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ সাংবাদিক, শিক্ষক জনপ্রতিনিধি এবং বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ‍ছিলেন।

0Shares