শ্রীমঙ্গলে ছিনতাই মামলার ২ আসামীকে ছিনতাই হওয়া টাকাসহ গ্রেফতার

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

শ্রীমঙ্গলে ছিনতাই মামলার ২ আসামীকে ছিনতাই হওয়া টাকাসহ গ্রেফতার

ডায়াল সিলেট ডেস্ক:  মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে শহরের স্টেশন রোড থেকে মোঃ নাইম ইসলাম (২১) ও মোঃ ইমন (২০) নামে ছিনতাই মামলার দুই আসামীকে ছিনতাই হওয়া টাকাসহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

সোমবার (২৪ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামীকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  গ্রেফতারকৃত নাইম ইসলাম আশিদ্রোন ইউনিয়নের ফটকি গ্রামের আব্দুল আহাদের পুত্র এবং মোঃ ইমন (২০) শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের (২০),  জালালিয়া রোডের মোঃ সুমন মিয়ার পুত্র। শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার মোহাজিরাবাদ যাওয়া ও আসা বাবদ শ্রীমঙ্গল উপজেলা আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র ড্রাইভার মাসুক মিয়া (৪৫) এর অটোরিক্সাটি ৫০০ টাকায় ভাড়া করেন।

আসামীদের কথা মতো ড্রাইভার মাসুক মিয়া আসামীদ্বয়কে নিয়া গতকাল আনুমানিক সন্ধা ৬.৪৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নস্থ মোহাজিরাবাদ বাজার সংলগ্ন এমআরখান চা বাগানে যাওয়ার রাস্তার মুখে পৌছার পর আসামীরা অটোরিক্সা থেকে নেমে ড্রাইভার মাসুক মিয়াকে ঝাপটে ধরে এবং ১নং আসামী তাহার পকেট হইতে একটি স্টিলে  ছোট কেচি বের করে ড্রাইভার মাসুক মিয়ার পেটে চাপ দিয়ে তাকে প্রাণে হত্যার হুমকি প্রদান করে। এক পর্যায়ে আসামীরা ড্রাইভার মাসুক মিয়াকে টানা হেঁছড়া করে তার পরিহিত কালো রংয়ের ফুল প্যান্টের পেছনের পকেটে রক্ষিত নগদ ৭ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার খবর শুনে অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক থানা এলাকায় জরুরি ডিউটিতে নিয়োজিত থাকা এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থল এলাকা হতে এলাকার লোকজনদের সহায়তায় এই আসামীদের গ্রেফতার করেন। সাক্ষীদের সম্মুখে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

0Shares