প্রকাশিত: ৪:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৩
স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়েছেন দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মাজহারুল ইসলাম তান্না। বেশ কিছুদিন আগে ফেয়ার প্লে এন্ড এথিকস কমিটির চেয়ারম্যান হিসেবে তাকে মনোনয়ন দিয়েছিল বাফুফে। সংস্থাটির পক্ষ থেকে চিঠি প্রেরণের এক মাসের বেশি সময়ের পর সম্প্রতি তিনি দায়িত্ব গ্রহণের সম্মতিপত্র দিয়েছেন।
বাফুফের কয়েকটি স্ট্যান্ডিং কমিটির মধ্যে অন্যতম ফেয়ার প্লে এন্ড এথিকস কমিটি। যদিও এই কমিটির বাস্তবিক অর্থে তেমন কর্মকান্ড পরিলক্ষিত হয় না। কদিন মাস আগেই, ফিফা বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। সোহাগ ফিফার বিরুদ্ধে আইনী লড়াইয়ে আইনজীবী আজমালুল হোসেনকে নেন। সেই আজমালুল বাফুফের ফেয়ার প্লে অ্যান্ড এথিকস কমিটির চেয়ারম্যান ছিলেন। তখনই এই কমিটি আলোচনায় আসে।
কাজী সালাউদ্দিনের চতুর্থ মেয়াদ শুরু হয়েছে ২০২০ সালের অক্টোবর থেকে। তৃতীয় মেয়াদের মাঝ পথে আজমালুল হোসেনকে এথিকস কমিটির চেয়ারম্যান ছিলেন। চতুর্থ মেয়াদেও আজমামুলকে চেয়ারম্যান মনোনীত করে চিঠি দেয়া হলে তিনিও ফিরতি সম্মতিপত্র দেননি। সোহাগ কান্ডে বিষয়টি আবার আলোচনায় আসার পর বাফুফে সভাপতি মাজহারুল ইসলাম তান্নাকে এথিকস কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেন।
তানভীর মাজহারুল ইসলাম তান্না সত্তর দশকের একজন তারকা ক্রিকেটার। ক্রিকেটার হলেও স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার ছিলেন তিনি। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ করার পর সংগঠক হিসেবে কাজ করেন তান্না।
১৯৮৫-৮৬ দেশের শীর্ষ ক্লাব আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এই ক্রীড়া ব্যক্তিত্ব। আবাহনী লিমিটেডের বর্তমান পরিচালক তান্না গত কয়েক বছর অবশ্য ক্রীড়াঙ্গনের সাথে সরাসরি সেভাবে সম্পৃক্ত ছিলেন না।
বর্তমান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কিংবদন্তি ফুটবলার এবং তারকা ক্রিকেটারও। স্বাধীনতাত্তোর ঘরোয়া লিগে প্রথম হাফ সেঞ্চুরি সালাউদ্দিনের। ঢাকা আবাহনীতে ফুটবল আর আজাদ বয়েজের হয়ে ক্রিকেট খেলতেন সালাউদ্দিন। তান্না ছিলেন সালাউদ্দিনের আজাদ বয়েজের সতীর্থ। সালাউদ্দিনের সঙ্গে ক্রীড়াঙ্গনের অনেকের বন্ধুত্বের ভাঙা-গড়া চললেও তান্নার সঙ্গে বরাবরই সমান্তরাল।
এবার সেই বন্ধু সালাউদ্দিনের আহ্বানে সাড়া দিয়ে বাফুফের এথিকস কমিটির দায়িত্বে তান্না। এমন একটি কমিটির দায়িত্ব তিনি নিয়েছেন যা মূলত ফুটবল সংশ্লিষ্টদের নৈতিকতার তদারকি। এই তদারকির আওতামুক্ত নন তান্নার বন্ধুও। যদিও এথিকস কমিটির চেয়ারম্যান মনোনয়নের বিষয়ে নির্বাহী কমিটি এখনো অজ্ঞাত।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech