ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ দীর্ঘ ৩১ মাস সফলভাবে দায়িত্ব পালন শেষে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় থেকে সবার শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ।
দুপুরে আনুষ্ঠানিক ভাবে নবাগত পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করেন।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর সহকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে বাংলাদেশ পুলিশের চিরায়ত ঐতিহ্য ও রীতি অনুযায়ী বিদায়ী পুলিশ সুপার দৃষ্টিনন্দনভাবে বিভিন্ন ফুল দিয়ে বিশেষভাবে সাজানো সুসজ্জিত গাড়িতে চড়েন। জেলা পুলিশের সদস্যগণ ফুল দিয়ে সাজানো বিশেষ রশি টেনে গাড়িটিকে পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত নিয়ে প্রিয় অভিভাবককে বিদায় জানান।