বাপার নির্বাচনে ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়

প্রকাশিত: ৪:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩

বাপার নির্বাচনে ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়

ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের ( বাপা) ২০২৩-২৫ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর নেতৃত্বাধীন বাপা ঐক্য পরিষদ।

 

শনিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঐক্য পরিষদের ১৫ জন প্রার্থীর সবাই জয়ী হয়েছেন।

 

দ্বি-বার্ষিক নির্বাচনে দুটি প্যানেলে ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া দুজন স্বতন্ত্রপ্রার্থীসহ মোট প্রার্থী ছিলেন ৩২ জন। অন্য প্যানেল সর্বজনীন ব্যবসায়ী পরিষদের কেউ বিজয়ী হননি।

 

জানা গেছে, সোমবার বিজয়ী প্রার্থীদের ভোটের মাধ্যমে বাপার কার্যনির্বাহী কমিটির ২০২৩-২৫ মেয়াদের পাঁচটি পদ নির্ধারণ হবে। এ পদগুলো হলো সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ। এছাড়া নির্বাচিত বাকি দশজন হবেন কার্যনির্বাহী কমিটির সদস্য।

 

এবার দ্বি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী বাপা ঐক্য পরিষদের নেতৃত্বে রয়েছেন এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। এছাড়া সর্বজনীন ব্যবসায়ী পরিষদ গঠিত হয় এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের নেতৃত্বে।

 

এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২০৯ জন। বাতিল হয়েছে চারটি ভোট। বাপা ঐক্য পরিষদের হয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন আহসান খান চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ১৪৭টি। এছাড়া আহমেদ অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. ইকতাদুল হক পেয়েছেন ১৪৫ ভোট, এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মাজেদ পেয়েছেন ১৪৩ ভোট, আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ ১৪২ ভোট এবং হাসেম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেম ১৪২ ভোট পেয়েছেন।

 

এছাড়া ঐক্য পরিষদের হয়ে বিজয়ী স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মো. মাঈন উদ্দিন ১৪২ ভোট, বনফুল অ্যান্ড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম ১৩৭ ভোট, এন এগ্রো প্রসেসরের নাজমুল হক ১৩৪ ভোট, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ১৩১ ভোট, মেরিডিয়ান ফুডস লিমিটেডের চেয়ারম্যান কোহিনুর কামাল ১৩০ ভোট, থাই ফুডস প্রোডাক্টসের মাইকেল দে ১২৮ ভোট, আল-আজমী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. তাফহীম আল-আজমী ১২৬ ভোট, ফাহমিদা কনজ্যুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ আল এমরান ১২৫ ভোট, নওশিন এগ্রো অ্যান্ড ফ্রোজেন ফুড প্রসেসরের স্বত্বাধিকারী হাজী নুর এ আলম দেওয়ান ১১৪ এবং অ্যাগ্রোফুড প্রসেজ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী সৈয়দ মো. মোস্তফা ১১১ ভোট পেয়েছেন।

 

এ নির্বাচন বোর্ডের সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ বলেন, সম্পূর্ণ সুষ্ঠুভাবে ভোট কার্যক্রম হয়েছে। অত্যন্ত আন্তরিক পরিবেশে ভোট হয়েছে। আমরা সবার সহযোগিতা পেয়েছি।

 

এদিকে ভোটের দিন সরেজমিনে দেখা যায়, দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোট। সকাল থেকে ভোটকেন্দ্রের বাইরে পছন্দের প্রার্থীর ব্যাজ গলায় ঝুলিয়ে প্রচারণা চালিয়েছেন সমর্থকরা। ভোটার এবং সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লেডিস ক্লাব এলাকা। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

 

ভোটের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ। নির্বাচন বোর্ডের সদস্য উপসচিব সোহেল রহমান এবং সেলিম হোসেন।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ