মাধবপুরে বেদে শিশুদের শিক্ষা নিশ্চিতে সচেতনতা সমাবেশ

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩

মাধবপুরে বেদে শিশুদের শিক্ষা নিশ্চিতে সচেতনতা সমাবেশ

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বেদে সম্প্রদায়ের শিশুদের একীভূত শিক্ষা নিশ্চিতে সামাজিক প্রতিবন্ধকতা দূরীকরণে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে পৌর শহরের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পংকজ কুমার সাহার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আহসান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন, রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ফারুক আহামেদ পারুল, পৌর কাউন্সিলর দুলাল খানসহ অনেকেই।

 

0Shares