প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেন ইঞ্জিনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। সোমবার বেলা ১১টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের ভানুগাছ রেলওয়ে স্টেশনের আউটার সিগ্যানলের সামনে রেলসেতু অতিক্রমকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের রাজটিলা গ্রামের মৃত মছদ্দর মিয়ার মেয়ে রুসনা বেগম (৩৭) শিশু আবিদকে (৫) নিয়ে সকালে হেঁটে ভানুগাছ বাজারে আসছিলেন। বেলা ১১টায় ভানুগাছ প্রবেশের পথিমধ্যে রেলওয়ে সেতু অতিক্রম করার সেতুর মধ্যবর্তী স্থানে আসার পর দেখতে পান ট্রেন আসছে। এ সময় তারা সেতুর উপরে ট্রেনের লাইনের পাশে নিরাপদ স্থানে অবস্থান নেয়।
তবে শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ধীরগতিতে ভানুগাছ স্টেশনে প্রবেশ করার সময় সেতুর উপর উঠলে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মা এবং কোলে থাকা শিশুটি ছিটকে পানিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রুসনা বেগমের মৃত্যু হয় এবং কোলে থাকা শিশু আবিদ (৫) গুরুতর আহত হয়।
ভানুগাছ রেলওয়ের স্টেশনমাস্টার কবির হোসেন বলেন, রেলসেতু পারাপারের সময় ৫ বছরের এক শিশুকে নিয়ে এক নারী এ দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনায় মা মারা গেলেও সঙ্গে থাকা শিশুটি প্রাণে বেঁচে গেছে। তবে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech