জুড়ীতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সফরমার, দুর্ঘটনার শংকা

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

জুড়ীতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সফরমার, দুর্ঘটনার শংকা

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ীতে হাতের নাগালে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ৫০০ কেভি ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজার পুলের মুখে এ ট্রান্সফরমারটির অবস্থান।
স্থানীয় ব্যবসায়ী ও উক্ত সড়কে চলাচলকারী আবুল কালাম গেদু, হাবিবুর রহমান, উসমান গনি প্রমুখ বলেন, জুড়ী শহরের কামিনীগঞ্জ বাজার ও ভবানীগঞ্জ বাজারের মধ্য দিয়ে বয়ে যাওয়া সড়কের ভবানীগঞ্জ বাজারে (জুড়ী সেতু জাইকা-এর পূর্ব পার্শ্বে) ৫০০ কেভি ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার রয়েছে। ট্রান্সফরমারটি পাকা রাস্তা লাগোয়া ও সমান্তরালে অবস্থিত। এতে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী। ছোট বাচ্চা হাত বাড়ালেই ট্রান্সফরমারটি ছুঁতে পারে অনায়াসে। প্রতিনিয়ত এ সড়ক দিয়ে নানান যানবাহনের পাশাপাশি শিশু থেকে বৃদ্ধসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী চলাচল করেন জীবনের ঝুঁকি নিয়েই। স্থানীয় ব্যবসায়ীরা থাকেন আতংকের মধ্যে। ট্রান্সফরমারটি বিভিন্ন গাছপালায় ঢেকে যাওয়ায় ঝুঁকির মাত্রাটা আরো বেশি। যে কোনো সময় অপ্রত্যাশিত ঘটনায় জীবনহানির আশংকা রয়েছে। এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগ রয়েছে সম্পূর্ণ উদাসীন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জুড়ী দপ্তরের দায়িত্বে থাকা আবাসিক প্রকৌশলী কবির আহমদ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। অভিযোগ আকারে নিলাম। ট্রান্সফরমারটি নিরাপদ উচ্চতায় তোলা ও নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা করা হবে।

0Shares